¡Sorpréndeme!

দুধ দিচ্ছে বাবু লালের পাঁঠা | Jagonews24.com

2021-06-15 1 Dailymotion

অবিশ্বাস্য মনে হলেও সত্যি ছাগি নয় দুধ দিচ্ছে একটি পুরুষ ছাগল (পাঁঠা)। এমনই ঘটনা ঘটেছে জয়পুরহাটের পাঁচবিবিতে। ওই উপজেলার মোলান রশিদপুর গ্রামের একটি ছাগল প্রজনন খামারে প্রতি প্রায় এক লিটার করে দুধ দিচ্ছে একটি পাঁঠা। সেই দুধের স্বাদও ছাগীর দুধের মতই। এ ঘটনাকে কেন্দ্র করে সেখানে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। এমন ব্যতিক্রমী খবরে দূর দুরন্ত থেকে লোকজন ভিড় করছেন ওই গ্রামে।


নিউজটি পড়তে ক্লিক করুন-https://www.jagonews24.com/country/news/535006